• জানুয়ারি ১৫, ২০২৫

 

অনুবাদক, সাহিত্য সমালোচক ও গল্পকার । জন্ম ঢাকায়। বর্তমানে ইলিনয়ে বসবাস করছেন। মূলত গল্প লেখায় ঝোঁক। পাশাপাশি অনুবাদ, প্রবন্ধ, সাহিত্য বা সিনামা বিষয়ক সমালোচনা লিখে থাকেন। দুই বাংলার বিভিন্ন সাহিত্যপত্রিকা এবং ওয়েবজিনে নিয়মিত লিখছেন। একুশে গ্রন্থমেলা ২০২০-এ পেন্সিল পাবলিকেশনস প্রতিভা অন্বেষণে তার স্টুডিও অ্যাপার্টমেন্ট সেরা গল্পগ্রন্থ নির্বাচিত হয়। একই বছর অন্বয় প্রকাশনী থেকে প্রকাশিত হয় এক ডজন ভিনদেশি গপ্পো ২০২২-এ চৈতন্য প্রকাশনী থেকে তার অনুবাদ গল্প সংকলন দূরদেশের গল্প প্রকাশিত হয়েছে। সম্পাদিত গ্রন্থ গল্পের পুষ্পিত কুঞ্জ [২০২১], গল্পপাঠ নির্বাচিত জাপানি গল্প সংকলন [যৌথ সম্পাদনা, ২০২২]।