লেখক ও সাংবাদিক। জন্ম ১ ফেব্রুয়ারি খুলনার দিঘলিয়ার চন্দনীমহল গ্রামে। বেড়েওঠা ও পড়াশোনা সেখানেই। পৈত্রিক বাড়ি চাঁদপুর সদরের নানুপুর গ্রামে। পেয়েছেন ডি. নেট, পিএসটিসি ও এমসিসি সংস্থা আয়োজিত নাগরিক সাংবাদিকতা বিষয়ক প্রতিযোগিতায় রাইট থ্রি নাগরিক সাংবাদিকতা পুরস্কার। বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য হিসেবে বাংলাদেশের পাখি বিষয়ক বিভিন্ন গবেষণা কার্যক্রমের সঙ্গে জড়িত। দেশের বাইরে পাখি দেখতে গিয়েছেন ভুটান ও ভারত। প্রকাশিত গ্রন্থ রূপসী বাংলার রূপের খোঁজে [ভ্রমণ]; পজিটিভ বাংলাদেশ [প্রতিবেদন]; ভ্রমণের দিন [ভ্রমণ]; ফাদার মারিনো রিগন [জীবনী]; ভুটান দার্জিলিং ও অন্যান্য ভ্রমণ [ভ্রমণ]; বাংলাদেশ ভ্রমণসঙ্গী [যৌথ]। বর্তমানে কর্মরত আছেন একটি জাতীয় দৈনিকে সহ-সম্পাদক হিসেবে।