• ডিসেম্বর ২৩, ২০২৪
একজন ভিজ্যুয়াল আর্টিস্ট। জন্ম চট্টগ্রামে। শিল্পী হিসেবে তিনি সবসময় নিজেকে তার সামাজিক প্রেক্ষাপটের কাছাকাছি রাখেন। তিনি মানবদেহকে কাজের সূচনা বিন্দু হিসেবে নেন। কাজের ক্ষেত্রে তিনি কোন নির্দিষ্ট মাধ্যম ও নিয়মাবলীর মধ্যে নিজেকে আবদ্ধ রাখেননি। তার কর্মপ্রচেষ্টার মধ্যে অঙ্কন, ভাস্কর্য, ফটোগ্রাফি, মুদ্রণ এবং ভিডিও এসবই অন্তর্ভুক্ত রয়েছে। তিনি ভোক্তাসংস্কৃতির মধ্যে সৃষ্ট মূল্যবোধের উপকরণ, ভাষা, বস্তু এবং অভিব্যক্তিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পছন্দ করেন। শারদ দাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এবং নয়া দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তিনি এশিয়ান আর্ট বিয়েনাল, শিল্পকলা একাডেমি, ঢাকা [২০১০, ২০১২, ২০১৪, ২০১৮] সহ বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ছবি মেলা১০ [২০২০]; দৃক এবং পাঠশালা আয়োজিত ছবি মেলা-০ [২০২১]; জাতীয় শিল্প প্রদর্শনী, শিল্পকলা একাডেমি, ঢাকা [২০০৯, ২০১১, ২০১৯];  আর্ট 4 ALL, নয়া দিল্লি আয়োজিত জে. জে. কলোনি-এ কমিউনিটি আর্ট প্রজেক্ট [২০১৭];  সেলিব্রেটেড ভায়োলেন্স ঢাকা আর্ট সেন্টার, ঢাকা [২০১৪]; সব চরিত্রই কাল্পনিক বিস্তার আর্ট কমপ্লেক্স, চট্টগ্রাম [২০১৫]; স্মৃতি উপাখ্যান রশীদ চৌধুরী গ্যালারি, চারুকলা ইন্সটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় [২০১৫]। এছাড়াও ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডিতে অস্পষ্ট সীমানা শিরোনামে তিনটি একক প্রদর্শনী করেছেন।