বিখ্যাত কবি ও বিশিষ্ট নাট্যকার। পুরো নাম ডেরেক এলটন ওয়ালকট। জন্ম ১৯৩০ সালের ২৩ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিজে ও সেখানেই শৈশবকাল অতিক্রম করেন। মা শিক্ষয়িত্রী ছিলেন, শিল্পকলাকে ভালবাসতেন এবং বাড়িতে প্রায়ই কবিতা আবৃত্তি করতেন। বাবা চিত্রকর ছিলেন ও কবিতা লিখতেন। ওয়ালকটের পরিবার সংখ্যালঘু মেথডিস্ট সম্প্রদায়ের অধিবাসী ছিলেন। ক্যাথলিক সংস্কৃতিতে প্রভাব বিস্তারকারী ফরাসী ঔপনিবেশিক শাসনামলে মেথডিস্ট সম্প্রদায়ের হওয়ায় বেশ ত্যাগ শিকার করতে হয় তাদেরকে। ১৯৬২ সালে প্রকাশিত কাব্য সংকলন ইন এ গ্রিন নাইট: পোয়েমস ১৯৪৮-১৯৬০-এ ক্যারিবিয় দ্বীপপুঞ্জ গঠন ও ঔপনিবেশিক এবং ঔপনিবেশিক পরবর্তীকালের ইতিহাস বিষয়াদি নিয়ে তুলে ধরেন। এর ফলে তিনি আন্তর্জাতিক অঙ্গনে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণ করেন। ১৯৭০ সালে ড্রিম অন মাঙ্কি মাউন্টেইন শিরোনামের নাটক রচনা করেন। পরবর্তীতে ঐ বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের এনবিসি-টিভিতে প্রদর্শিত হয় নাটকটি। ১৯৭১ সালে বছরের সেরা নাটকরূপে এটি ওবি পুরস্কার জয় করে। ১৯৯০ সালে হোমারিয় মাহকাব্য ওমরেজ নিয়ে কাজ করেন ডেরেক ওয়ালকট, যা তার বৃহৎ অর্জন হিসেবে বিবেচিত। দ্য ওয়াশিংটন পোস্ট বইটির উচ্ছসিত প্রশংসা করে এবং দ্য নিউ ইয়র্ক টাইমস বুক রিভিউ থেকে ১৯৯০ সালের সেরা বইরূপে আখ্যায়িত করা হয়েছিল। ১৯৯২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০১১ সালে হোয়াইট ইগ্রেটস কাব্যগ্রন্থের জন্যে টি. এস.এলিয়ট পুরস্কারে ভূষিত হন। ২০১৭ সালের ১৭ মার্চ তার মৃত্যু হয়।