• ডিসেম্বর ২৭, ২০২৪

 

কবি ও কথাসাহিত্যিক। জন্ম ১৯৪২ সালে। ষাটের দশকে তিনি সবচেয়ে প্রশংসিত ও পরিচিত হয়েছিলেন তাঁর বিড়াল গল্পের জন্য, জীবিত অবস্থায় এ নামেই একটি গল্পগ্রন্থ বের হয়েছিল। তবে গল্পের পাশাপাশি তিনি কবিতাও লিখেছেন। জীবদ্দশায় তার কোনো কবিতার বই প্রকাশিত হয়নি। মৃত্যুর পর ১৯৯২ সালে প্রকাশিত হয় তার একমাত্র কবিতার বই শিল্পের ফলকে যন্ত্রণা। ১৯৯২ সালে তার মৃত্যু হয়।