• জানুয়ারি ০৩, ২০২৫

 

কবি। জন্ম ১৯৫৮ সালের ২৮ সেপ্টেম্বর যশোর শহরে। পেশা সাংবাদিকতা। প্রথম কবিতা প্রকাশিত হয় '৭৩ সালের ১৬ ডিসেম্বর একটি স্থানীয় লিটল ম্যাগাজিনে। তবে আশির দশকের শুরুতে সাপ্তাহিক সন্ধানী ও বিচিত্রায় কবিতা প্রকাশের মাধ্যমে বৃহত্তর পাঠক সমাজের সামনে হাজির।  তার মোট কাব্যগ্রন্থ ৬টি। ১৯৮৪ সালে যৌথভাবে প্রকাশিত হয় পূর্ণ প্রাণ যাবো। প্রথম একক কাব্যগ্রন্থ খুলে যাচ্ছে দ্বিতীয় দরোজা প্রকাশিত হয় ১৯৮৭ সালে। অন্যান্য কবিতার বইয়ের মধ্যে রয়েছে ঝিনুক যেভাবে বাঁচে [১৯৯১], তারার ওঙ্কার [১৯৯৮],  নেহাই আগুনে প্রেমে [২০০১], নির্বাচিত কবিতা [২০০৭]। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস ও প্রবন্ধ-নিবন্ধ লেখেন।