কবি, অনুবাদক, অনলাইন ম্যাগাজিন সম্পাদক ও অর্থনীতিবিদ। জন্ম ৩০ জুন ১৯৬১ সালে। পৈত্রিক নিবাস যশোর। বর্তমান বসবাস ঢাকায়। একটি আন্তর্জাতিক কন্সাল্ট্যান্সি ফার্মে কর্মরত। ৩৫টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ পর্যন্ত নয়টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৯৮৪ সালে প্রকাশিত হয় যৌথ কাব্যগ্রন্থ পূর্ণ প্রাণ যাবো। অন্যান্য কাব্যগ্রন্থ কে ঘুমায় কে জাগে [১৯৯৪]; রূপান্তরের গান [২০০৩]; আপেলসূত্র [২০১৪] ও বৃষ্টি থামার অপেক্ষায় [২০২০]। এছাড়া ছোটদের জন্য চীনা গল্পের তিনটি অনুবাদ গ্রন্থও আছে। এগুলো প্রকাশিত হয় ২০০৪ সালে। বিদ্যাপ্রকাশ থেকে ২০১৭ সালে প্রকাশিত হয় অনুবাদ কবিতার বই বৃষ্টির ভেতর এক গলিপথ। বেশকিছু ভ্রমণকাহিনীও লিখেছেন তিনি।