• ডিসেম্বর ২২, ২০২৪

 

সমাজতাত্ত্বিক, গবেষক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। জন্ম ১৯৬৫ সালে, চট্টগ্রামে। সমাজতত্ত্ব ও উন্নয়ন অধ্যয়নে পড়াশোনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস, সোয়ানজিতে। প্রতিষ্ঠাতা নলেজ অ্যালায়েন্স। ইমেরিটাস ফেলো উন্নয়ন সমুন্নয়। পেশাগত ভাবে কাজ করেছেন গণসাহায্য সংস্থা [১৯৯৪-১৯৯৯], প্রোগ্রাম ফর রিসার্চ অন প্রোভাটি অ্যালিভিয়েশন [পিআপিএ], গ্রামীণ ট্রাস্ট [১৯৯৯-২০০০], পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন [পিপিআরসি], ফেলো [২০১১-২০১৮] ও ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট [বিডিআই], ব্র্যাক বিশ্ববিদ্যালয় [২০০৬-২০১২]। আর খণ্ডকালীন শিক্ষক হিসেবে পড়িয়েছেন সিটি ও আশা বিশ্ববিদ্যালয়। প্রকাশিত গ্রন্থ বাংলাদেশ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস: সাফল্য সম্ভাবনা ও চ্যালেঞ্জ [রিভার সাইড প্রেস, ২০১৭], গ্রামসি জীবন সংগ্রাম ও তত্ত্ব [সম্পা: বর্ধিত সংস্করণ, আগামী, ২০১১]। কবিতার বই মনোভূমির আকাশ [২০২১]।