• ডিসেম্বর ২২, ২০২৪

 

কবি ও প্রাবন্ধিক। জন্ম ভারতের উত্তরাখণ্ড রাজ্যের টিহরী গারওয়াল পার্বত্য জেলার প্রত্যন্ত গ্রাম কাফলপানীতে ৯ মে ১৯৪৮ সালে। সত্তরের দশকে নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে কবি হিসেবে আত্মপ্রকাশ করেন ডবরাল। তার উল্লেখযোগ কয়েকটি কাব্যগ্রন্থ পাহাড় পর লালটেন, ঘর কা রাস্তা, হাম যো দেখতে হ্যাঁয় ও আওয়াজ ভি এক জগাহ্ হ্যাঁয়। ২০০২ সালে গুজরাট দাঙ্গার প্রেক্ষাপটে বেশ কয়েকটি হিন্দি কবিতাও লিখেছিলেন। তাঁর প্রধান পাঁচটি কাব্যগ্রন্থ ছাড়াও হিন্দিতে অপার খুশি কা ঘরানা শিরোনামে অনুবাদ করেছেন, অরুন্ধতী রায়ের The Ministry of Utmost Happiness গ্রন্থটি। গদ্যগ্রন্থ হিসেবে লেখক কি রোটি, কবিকা আলোকপান আলাদাভাবে উল্লেখের দাবি রাখে। তার ব্যক্তি জীবনের অনেক কিছু প্রতিফলিত হয়েছে এক রাগ কে অবশেষ গদ্যে। ডবরাল হাম যো দেখতে হ্যাঁয় কাব্যগ্রন্থের জন্য ২০০০ সালে সাহিত্যে ভারত সরকারের সর্বোচ্চ সম্মান সাহিত্য অকাদেমি পুরস্কার-এ ভূষিত হন। তাঁর কবিতাগুলো প্রধান ভারতীয় ভাষার বাইরে ইংরেজি, রাশিয়ান, জার্মান, ডাচ, স্প্যানিশসহ আরো বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড রাইটার্স প্রোগ্রাম-এ সম্মানীয় অতিথি হিসেবেও অংশগ্রহণ করেন। ৯ ডিসেম্বর ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে মারা যান তিনি।