কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম ১ সেপ্টেম্বর ১৯৫৩ সালে। এ যাবত সাতটি ছোটগল্পের বই, বারটি উপন্যাস ও ছয়টি শিশু-কিশোর গ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গল্প, উপন্যাস শিশু সাহিত্য-গ্রন্থের মধ্যে রয়েছে—অবিনাশী আয়োজন, মৃতুবাণ, উচ্ছেদ উচ্ছেদ খেলা, অপারেশন জয় বাংলা, তমস, নগ্ন আগন্তুক, প্রতিমা উপাখ্যান, আবাসভূমি, অন্ধ যোদ্ধা, যুদ্ধে যাওয়ার সময়, ছোট্ট এক বীরপুরুষ ও নান্টুর মেলা দেখ। কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ‘বাংলা একাডেমী’, ‘ফিলিপস’, ‘আলাওল’ ও ‘বগুড়া লেখক চক্র’। শিশু-কিশোর উপযোগী উপন্যাস লিখে দু’বার পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার।