• জানুয়ারি ১৫, ২০২৫

 

কবি ও গদ্যকার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত। আশির দশক থেকে নিরবিচ্ছিন্নভাবে কবিতা গল্প প্রবন্ধ মুক্তগদ্য লিখে চলেছেন। বামধারার ছাত্র রাজনীতিতে নব্বইয়ের গণআন্দোলনে, চাকসু নির্বাচনে, এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত ছিলেন। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছেকবিতা অন্ধকার হে অন্তর্গত, নিভে আসে সূর্য সকালচিতাচৈতন্যের গানদ্বিধাসংহিতাতাচ্ছিল্যকুসুম। ছোটগল্প হনন। প্রবন্ধ/গদ্য কতিপয় কবিতার কথাসেদিন কী দিন ছিল এ দিন কী দিনকবিতার ব্যঞ্জন ও ব্যঞ্জনাকবে থেকে ট্রেনে ওঠে বাংলা কবিতাকাব্যসাহিত্যে অবদানের জন্য পেয়েছেন কবি ওহীদুল আলম সাহিত্য পুরস্কার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন একুশে পদক।