• জানুয়ারি ১৫, ২০২৫

 

কবি ও কথাসাহিত্যিক। প্রকাশিত বই গলিত জোছনায় প্লাবিত নগরে ঈশ্বর [কাব্যগ্রন্থ, ২০১৪], জীবিতের বা মৃতের সহিত সম্পর্কহীন [গল্পগ্রন্থ, ২০১৭], ব্রজেন দাশের খোঁজে : নির্বাচিত নদীকথা [কলাম সংকলন,২০১৮], এছাড়া দৃষ্টিজয়ীদের জন্য ব্রেইলে দুটো কবিতা সংকলন প্রকাশিত হয়েছে ৭১ দেখব বলে ও এই বসন্তে ভালোবাসবো।