• ডিসেম্বর ২৩, ২০২৪

 

সঙ্গীত সাধক, বাউল। জন্ম সুনামগঞ্জ ছাতকের চরবাড়া গ্রামে, বাংলা ১৩৫৪ সনে। বাবা মুজেফর আলী ছিলেন পেশায় কবিরাজ। মা সুখী খাতুন। ভূমিহীন, ঠিকানাহীন এই বাউলের বিশ্বাস, সৃষ্টির মাঝে স্রষ্টার বসত। টাকা-পয়সা, জমি-বাড়ি তাঁর কাছে আবর্জনা। প্রকাশিত বই পরার জমিন, সম্পাদনা : মোস্তাক আহমাদ দীন [ লোকচিহ্ন, ১৯৯৯]; বিরহ লহরী  [সূনৃত, ২০০২]; উদাসী সঙ্গীত [নাগরী প্রকাশনা, ২০১৭]; নির্বাচিত গান, সম্পাদনা : মোস্তাক আহমাদ দীন ও মুক্তাদীর আহমদ [ ২০১৭]।