সঙ্গীত সাধক, বাউল। জন্ম সুনামগঞ্জ ছাতকের চরবাড়া গ্রামে, বাংলা ১৩৫৪ সনে। বাবা মুজেফর আলী ছিলেন পেশায় কবিরাজ। মা সুখী খাতুন। ভূমিহীন, ঠিকানাহীন এই বাউলের বিশ্বাস, সৃষ্টির মাঝে স্রষ্টার বসত। টাকা-পয়সা, জমি-বাড়ি তাঁর কাছে আবর্জনা। প্রকাশিত বই পরার জমিন, সম্পাদনা : মোস্তাক আহমাদ দীন [ লোকচিহ্ন, ১৯৯৯]; বিরহ লহরী [সূনৃত, ২০০২]; উদাসী সঙ্গীত [নাগরী প্রকাশনা, ২০১৭]; নির্বাচিত গান, সম্পাদনা : মোস্তাক আহমাদ দীন ও মুক্তাদীর আহমদ [ ২০১৭]।