• ডিসেম্বর ২২, ২০২৪

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ধাইসার গ্রামে ১৯৬২ সালের ১৫ মার্চ জন্ম। গ্রাম-শহরের আধা কোলাহল ও নির্জনতাতেই বেড়ে ওঠা। সেই স্কুলবেলাতেই পাঠ্যবইয়ের জগত থেকে বেরিয়ে আসা। কবিতা, গল্প, উপন্যাসসহ নানা ধরনের বইয়ের সাথে সংযোগ তৈরি হয়েছে। বইপাঠের এই ধারাবাহিকতায় একদিন কবিতার নামে কিছু লেখাজোকার শুরু। একদিন কবিতা ও গল্প হয়ে ওঠে সকল আনন্দ-বেদনার আশ্রয়। প্রাণ-প্রকৃতি ও মানুষের উত্থান-পতনের পাঠ থেকেই যাটুকু গ্রহণ-বর্জনের শিক্ষা। কবিতা, গল্প, উপন্যাস, শিশুতোষ ছড়া ও গল্প লেখার চেষ্টা হয়েছে। এ পর্যন্ত ছয়টি গল্পগ্রন্থ, দুটি কবিতার বই, চারটি উপন্যাস এবং একটি নির্বাচিত গল্পের বই বেরিয়েছে।