কথাসাহিত্যিক-প্রাবন্ধিক ও গবেষক। জন্ম ১৯৬২ সালের ৪ অক্টোবর; ফেঞ্চুগঞ্জে, সিলেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিতে সম্মান-স্নাতক; এ ছাড়া স্নাতকোত্তর ডিগ্রি অর্জন—সাংবাদিকতা, দুর্যোগ ব্যবস্থাপনা, উন্নয়ন অধ্যয়ন ও জেনোসাইড স্টাডিজে। দীর্ঘ দিন তিনি ছোট কাগজ আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে গল্প-প্রবন্ধ ও উপন্যাস। উপন্যাস আমিমাংসিত আলো-আঁধারি/পিতৃপুরুষগণ অথবা ইতিহাসের মানুষজন [২০১২], বিস্তারিত অথবা বিস্মৃতি [২০১৩], জ্যোৎস্নায় এক প্রাচীন নৌকা [২০১৬], হাতিয়ারওয়ালা [২০১৭], কুসুম কথা অমৃত [২০১৭], ইতি তোমার মুজিব [২০২০]। ছোটগল্প: আগুনের বিপদ-আপদ [১৯৯৪], শাদা কাহিনী [১৯৯৬], লাশ নাই [১৯৯৯], গল্প অন্যান্য ও ছবিলেখা [২০০৬]। প্রবন্ধ রক্ত অনুষঙ্গ [২০০৬], তামাদিপাতা ও ভাষার আঙ্গিক [২০০৮], সৈয়দ শামসুল হক: আমাদের আধুনিকতার কয়েকটি দিক [২০১৭]। ছোটদের বই কুফাভাইয়ের কুফাগিরি [২০০৬], বুলেটের আংটি [২০১৪]। যৌথ সম্পাদনা স্বপ্নের সারসেরা [২০১০]। এবং অন্যান্য গ্রন্থ জননীর জন্য গল্প ও লেখকের হত্যাকাণ্ড [২০০৫], সোনার দোয়াত-কলম [২০১৩]।