• ডিসেম্বর ২২, ২০২৪

 

চিত্রশিল্পী। জন্ম ১৯৮০ সালে, খুলনা শহরে। তিনি ২০০৮ সালে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  ছাপচিত্র বিষয়ক স্নাতক এবং ২০১০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বছরে চিত্রকলার খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন অরণী বিদ্যালয়ে। ২০১৩ সালে ঊর্মি নিজস্ব স্টুডিও স্থাপন করেন এবং প্রতিকৃতি আঁকতে শুরু করেন। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা, গোয়া, সাউথ কোরিয়া এবং চীনে অনুষ্ঠিত বেশ কয়েকটি যৌথ চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। একই সময়ে সাউথ কোরিয়া, চীন, জাপান ও ঢাকায় একক চিত্র প্রদর্শনী করেন। তিনি ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাউথ কোরিয়া, স্পেন ও জাপানে বেশ কয়েকবার আর্টিস্ট রেসিডেন্সি লাভ করেন। চারুকলা অনুষদে ছাত্র থাকাকালীন সময়ে ২০০১ সালে ছাপচিত্র বিভাগ আয়োজিত বাৎসরিক প্রদর্শনীতে বেস্ট মিডিয়া[উডকাট] অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।