• ডিসেম্বর ২১, ২০২৪

 

কবি। জন্ম ২৫ ফেব্রুয়ারি ১৯৫৫, থাইল্যান্ডের ট্রাং প্রদেশে। সত্তরের দশকে থমসট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৭৬ সালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তিনি সত্তরের দশকের ছাত্র আন্দোলনের পরিচিত ব্যক্তিত্ব। তিনি একজন নির্ভিক ছাত্রকর্মী ছিলেন। পিত্তিপা ১৯৮১ সালে ব্যাংককে ফিরে আসেন তাঁর স্বামী সিকসুন প্রসেট এর সঙ্গে। অতঃপর তিনি আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন। পিত্তিপার কবিতা Cracked Pebble ১৯৮১ সালে পেন ইন্টারন্যাশনাল থাইল্যান্ড থেকে শ্রেষ্ঠ কবিতার পুরস্কার লাভ করে। তিনি কবিতা, ইতিহাস, ভ্রমণকাহিনী এবং সামাজিক ভাষ্যসহ বিভিন্ন বিষয়ে লিখেছেন থাইল্যান্ডের বিভিন্ন প্রকাশনীর জন্য। নারীবাদী অবস্থান তাঁর লেখার বেশির ভাগ ক্ষেত্রেই স্পষ্টভাবে এসেছে। তাঁর কবিতা তাঁকে নিয়মিত প্রভাবশালী নারীদের তালিকায় অন্তর্ভুক্ত করে। তাঁর প্রথম কবিতার সংকলন The Missing Leaf ১৯৮৯ সালে ‘South Asia’ পুরস্কার লাভ করে। ১৯৯২ সালে তাঁর কবিতাFirst Rain’   পেন ইন্টারন্যাশনাল থাইল্যান্ড থেকে বছরের সেরা কবিতার সম্মান লাভ করে। তাঁর কবিতা ইংরেজি, ফ্রান্স, জার্মান, জাপান এবং মালয় ভাষায় অনূদিত হয়েছে।Firefly’ কবিতাটি BKKLIT Translation prize poetry বিজয়ী।