• ডিসেম্বর ২৩, ২০২৪

 

কবি, কথাসাহিত্যিক, নাট্যকার, প্রাবন্ধিক, গবেষক, শিশুসাহিত্যিক ও শিক্ষক জন্ম ১৯৬৬ সালে কুবার হাবানা শহরে। একটি সাহিত্য ও সংস্কৃতিমনস্ক পরিবারে জন্ম-নেওয়া আলেক্সিস একেবারে শিশুকাল থেকেই মুখে মুখে কবিতা বানানোতে পারঙ্গম ছিলেন। তাঁর সেই সহজাত দক্ষতাই কালক্রমে তাঁকে শুধু কুবার নয়, সমগ্র স্প্যানিশভাষী দুনিয়ারই অন্যতম শ্রেষ্ঠ একজন তাৎক্ষণিক, কথ্য-কবিতা রচয়িতার সপ্রশংস স্বীকৃতি এনে দেয়। দেসিমা ও রেপেন্তা নামক এই দুই কথ্য-কবিতার আঙ্গিককে তিনি কুবায় এতটাই জনপ্রিয় করে তোলেন যে, একপর্যায়ে সেখানে এই বিষয়ে চর্চা করার জন্য দুদুটো আন্তর্জাতিক কেন্দ্র গড়ে ওঠে এবং একে ঘিরে একাধিক সাহিত্য উৎসবও প্রচলিত হয়, মূলত আলেক্সিরই উদ্যোগে। গদ্য-পদ্য মিলিয়ে পঞ্চাশটির অধিক গ্রন্থের জনক আলেক্সিস পিমিয়েন্তা আর্নেস্ট হেমিংওয়ে স্টোরি প্রাইজসহ দেশে-বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তাঁর রচনাসমূহ ইংরেজি, ফরাসি, জার্মান, পর্তুগিজ, ইতালীয়, আরবি, ফারসি ইত্যাদি বহু ভাষায় অনূদিত হয়েছে। ১৯৯০ সাল থেকে তিনি স্পেনে বসবাস করছেন।