• জানুয়ারি ০২, ২০২৫

 

কবি ও কথাসাহিত্যিক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। বর্তমানে তিনি কানাডা প্রবাসী। এ পর্যন্ত তার চারটি কাব্যগ্রন্থ, দুটি গল্পের বই,  একটি গদ্যের বই প্রকাশিত হয়েছে এবং প্রয়াত কবি মুনিরা চৌধুরীকে নিয়ে একটি স্মারকগ্রন্থ করেছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ এক হাজার এক রাত [নন্দিতা প্রকাশ,২০১০]; বৃষ্টির অন্ধকার [নন্দিতা প্রকাশ,২০১৩]; নৈঃশব্দ্যের দুয়ারে দাঁড়িয়ে [নন্দিতা প্রকাশ, ২০১৫ ]; বরফ বৃষ্টি [কালাঞ্জলি প্রকাশনা, ২০১৭] । গল্পগ্রন্থ মূর্ত মরণ মায়া [ সাকী পাবলিশিং ক্লাব, ২০১২]; সবুজ পাসপোর্ট ও অন্যান্য নিঃসঙ্গ গল্প [চৈতন্য ২০১৯। গদ্যগ্রন্থ মুখর জীবনগদ্য [অনুপ্রাণন প্রকাশনা, ২০১৭]। সম্পাদনা কবি মুনিরা চৌধুরী; কবিতা ও কাব্য মনস্তত্ত্ব [ইত্যাদি গ্রন্থপ্রকাশ, ২০২১]।