• জানুয়ারি ০৮, ২০২৫

 

কবি। জন্ম ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পি এইচ ডি। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহশিক্ষক। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোথায় পা রাখি [১৯৯৪]। এছাড়া কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বৃত্তের ভেতরে জল, জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা, উন্মাদ বিকেলের জংশন, স্তব্ধতার ভেতর এক নিরুত্তর হাসি, নির্ঘুমের হ্রস্ব ধ্বনি, আকাঙ্ক্ষার ঘরের জানালা, সভ্যতা কাঁপে এক বিস্ময়ের জ্বরে ইত্যাদি। কবতিার জন্য পেয়েছেন কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার, দৌড় সাহিত্য পুরস্কার, নতুনগতি সাহিত্য পুরস্কার ।