• জানুয়ারি ০২, ২০২৫

 

কবি ও সাংস্কৃতিক কর্মী। জন্ম ১৯৭৯, চৌফলদণ্ডী, কক্সবাজার। শৈশব, কৈশোর, তারুণ্যের প্রথমার্ধ কেটেছে সমুদ্রশহর কক্সবাজারে। নব্বই দশকের শেষে এবং এই শতাব্দীর প্রথম দশক র্পযন্ত সেখানকার সাংস্কৃতিক ও রাজনৈতিক র্কমকাণ্ডের সঙ্গে ছিল সরব সম্পৃক্ততা। ছিলেন গ্রুপ থিয়েটার আন্দোলনের কর্মী। মূলত কৈশোরে কক্সবাজার থিয়েটার-এর মতো সংগঠনে সম্পৃক্ততার মধ্য দিয়ে প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও সমাজমুক্তির চিন্তার সঙ্গে পরচিয়। এরপর ছাত্র ইউনিয়ন, খেলাঘর, উদীচীর সঙ্গে সম্পৃক্তি। প্রকাশিত কাব্যগ্রন্থ বিপরীত বিনাশ [২০০৫],  বিষনগর [২০১২],  রহমান বাড়ি যাও [২০১৮],  মাউথ অর্গান যেভাবে বাজে [২০২০],  খুনের কলাকৌশল [২০২১]।  এছাড়া সম্পাদনা করেছেন  শিশুকিশোর পত্রিকা শিশির [১৯৯৮২০০৩], ছোটকাগজ আদিন্ত [২০০৮]।  ঢাকায় উদীচী কেন্দ্রীয় সংসদ, প্রগতি লেখক সংঘ-এর সংগে সম্পৃক্ত।