• ডিসেম্বর ২৮, ২০২৪

কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম ৩১ অক্টোবর ১৯৫৪ সালে, সিলেটে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। তাঁর উল্লেখযোগ্য গল্পের বই শৈত্য প্রবাহ, কালাশনিকভের গোলাপ, ত্রিসীমানা, তেপান্তরের সাঁকো, বীজমন্ত্র, ছায়াদণ্ডী ও অন্যান্য, শিঙ্গা বাজাবে ইস্রাফিলবক ও বাঁশফুল। উপন্যাস হলো মেঘ পাহাড়একা দোকা, তলকুঠুরির গান, শীত পাখিরা, রৌদ্র ও ছায়ার নকশা বরফকল। প্রবন্ধগ্রন্থ টিকিটাকা । শিশুতোষগ্রন্থ এক যে ছিলেম আমি। তিনি সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, প্রথম আলো বর্ষ সেরা বই পুরস্কার ও আই এফ আই সি ব্যাংক পুরস্কার লাভ করেন। বর্তমানে ঢাকায় বসবাস করছেন  তিনি।