• ডিসেম্বর ২২, ২০২৪

 

কথাসাহিত্যিক। জন্ম ১০ মে ১৯৭৪ আছিয়া চা বাগান, ভূজপুর, ফটিকছড়ি,চট্টগ্রাম। বাংলায় স্নাতকোত্তর, এম ফিল, পিএইচডি [অধ্যায়নরত] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পেশা : অধ্যাপনা। প্রকাশিত গ্রন্থ, কিশোর গল্প অন্তুর ভেজা আকাশ [শৈলী, ২০০২], কালো মেঘের ডানা [মুক্তদেশ, ২০০৮], পিঁপড়াপুত্র [আদিগন্ত প্রকাশনী, ২০১১]।

কিশোর উপন্যাস জলদিঘি [জোনাকী প্রকাশন, ২০১৭]। ছোটগল্প অহল্যাকথা [সুবর্ণ প্রকাশনী, ২০১০],  সুচেতনা ও হরিশচন্দ্র লাইন [জোনাকী প্রকাশন, ২০১৪], কয়েকজন শেফালির গল্প [গ্রন্থকুটির, ২০১৭ ], বৈকুণ্ঠপুর [দেশ পাবলিকেশন্স, ২০২২]। উপন্যাস আড়াইপাতা [শুদ্ধস্বর, ২০১২], ময়নাদ্বীপ [ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ২০১৪, পুনঃ সংস্করণ, ২০২১, অবসর প্রকাশনা সংস্থা], মেনকা [মাওলা ব্রাদার্স, ২০১৫], ঘাইহরিণী [চন্দ্রদীপ, ২০১৬], কফিনের উইলি [অবসর প্রকাশনা সংস্থা, ২০১৮], উড়নচণ্ডী [অবসর প্রকাশনা সংস্থা, ২০১৯],  ভাড়াবউ [অবসর প্রকাশনা সংস্থা, ২০২০], নয়নপোড়া [অক্ষরবৃত্ত প্রকাশন, ২০২২] । সাক্ষাৎকার হরিশংকর জলদাসের অন্তরঙ্গকথা [অবসর, ২০১৭] ।