• ডিসেম্বর ২২, ২০২৪

 

কবি। জন্ম ২৪ নভেম্বর ১৯৯৮ সালে রংপুরে। প্রকাশিত কবিতার বই অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ, ইরেজারে আঁকা ব্ল্যাক মিউজিক, ক্রস মার্কার, বুড়িগঙ্গা যহন কফিনে ঢুইকা যায়। শিশুতোষ গল্পগ্রন্থ এখানে ভূতের ভয় নেই। সম্পাদনা করছেন সাহিত্য পত্রিকা ককপিট। ২০১৮ সালে পেয়েছেন সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার।