• ডিসেম্বর ২২, ২০২৪

কবি, অনুবাদক, প্রাবন্ধিক ও গল্পকার। জন্ম ঢাকায়। পেশায় শিক্ষক। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। এম.এড. করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।  বিভিন্ন আর্ন্তজাতিক পরিসরে ইংরেজিতে ছাপা হয়েছে তার কবিতা। প্রকাশিত কাব্যগ্রন্থ আাঁধার যান [১৯৯৬], মাত্রমানুষ [২০০৩], উনুনের গান [২০০৫], আয়না রক্ত হল্লা [২০০৭], বাতাস তাড়িত শব্দ [২০১০], শূন্য ও পৃথিবী [২০১৭], গোলাপের নাম মৃত্যু [২০২১]। অনুবাদ গ্রন্থ সিলভিয়া প্লাথের এরিয়েল [২০১০], নারীস্বর [বিশ্বের নারী কবিদের কবিতা: ২০১৪], কাভাফির কবিতা [২০১৮]। গল্পগ্রন্থ চারকোল [২০০৮]। প্রবন্ধগ্রন্থ শিল্প ও নারীসত্তা [২০১৩]।