• ডিসেম্বর ২২, ২০২৪

 

কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। জন্ম ১৯৬০ সালের ২৫ জানুয়ারি, চট্টগ্রামের দক্ষিণ হালিশহরে। পড়াশোনা স্নাতকোত্তর। আশির দশক থেকে লেখালেখির শুরু। প্রকাশিত গ্রন্থ  উজানী নগরের কন্যারা [১৯৯৭],  কাঠ চেরাইয়ের শব্দ মাপছি দুপুরে [২০০৪], গগনহরকরা ডাকে [২০০৬],  নীরবপুর [২০১০], দুপুরলতা [২০১৭], মুদ্রিত কামনা থেকে, সনেটগুচ্ছ [২০২০],  হাইকো চাঁদের ফ্রক।  সম্পাদনা করছেন একলব্য ও দুপুরলতা। তিনি জোড়াসাঁকোর প্রধান সম্পাদক ও সবুজ আড্ডার উপদেষ্টা সম্পাদক। তিনি ক্যাম্ব্রিজ ইংল্যান্ডের  ডিকশনারি অফ ইন্টারন্যাশনাল বায়োগ্রাফি ট্যুয়েন্টি সিক্স এডিশনে হু কর্তৃক নির্বাচিত ম্যান অব দি ইয়ার ১৯৯৮ নির্বাচিত হন। চিটাগাং স্কটিশ স্কুল সাহিত্য সম্মাননা ২০১২ এবং কবি ওহীদুল আলম সাহিত্য সম্মাননা ২০১৪ লাভ করেন তিনি। ব্যাংকার পেশা থেকে বর্তমানে অবসর যাপন করছেন।