কবি, অনুবাদক ও প্রাবন্ধিক। জন্ম ৬ জানুয়ারি ১৯৭৮ সালে, বাংলাদেশের মৌলভীবাজারে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও লোকপ্রশাসনে স্নাতকোত্তর। প্রকাশিত কবিতার বই অন্ধ পৃথিবীর জানলাগুলি, নদীমাতৃক পৃথিবী মেঘমাতৃক আকাশ এবং প্রেগন্যান্ট পাগলি ও অন্যান্য কবিতা। অনুবাদ গ্রন্থ চূর্ণচিন্তন, দূরাগত স্বর ও আর্থার শোপেন হাওয়ারের কথাগুলি। প্রবন্ধগ্রন্থ আধুনিক কবিতা বিষাদবৃক্ষের ফুল ও অন্যান্য প্রবন্ধ। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস এই পৃথিবীতে এক স্থান আছে।