• ডিসেম্বর ২২, ২০২৪

কবি ও লেখক। জন্ম ১ আগস্ট, ঢাকায়। বেড়ে ‍উঠেছেন কক্সবাজারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। প্রকাশিত কবিতার বই ধূলির ছায়ায় অবসর [২০১১], যে পাতার শেকড় নেই [২০১৫]। সম্পাদনা করছেন সাহিত্য পত্রিকা শ্রয়ণকবিতার পাশাপাশি প্রবন্ধ, ছোটগল্প ও উপন্যাস লেখেন। উপমহাদেশীয় রাগ সংগীতের উস্তাদ আবু বক্কর সিদ্দিকীর কাছে তালিম নিয়েছেন তিনি। ওরাবাস ব্ল্যাক মেটাল ব্যান্ডের লিরিসিস্ট।