• জানুয়ারি ০৩, ২০২৫

কবি ও গদ্যকার। জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৬৫ সালে, বরিশাল শহরে।  প্রকাশিত কাব্যগ্রন্থ  কীর্তনখোলা [১৯৯৪], মাটির বুকেও রৌদ্রজ্বলে [১৯৯৪], বাল্যকাল ও মোমের শরীরে আগুন [১৯৯৮], জংধরা ধুলি [২০০১], কাস্তে শানানো মোজার্ট [২০০৪], ঘটনার পোড়ামাংস [২০০৯], হননের আয়ু [২০১১], উড়াইলা গোপন পরশে [১৪১৮], শ্রেষ্ঠ কবিতা [২০১৫], মৃত মনিয়ার মতো [২০১৮], আলপথ দূরে [২৫-শে বৈশাখ ১৪২৬, ত্রিপুরা]। গদ্য সংকলন  ছোটকাগজের ক্রান্তিকাল ও অন্যান্য। দীর্ঘদিন ধরে সম্পাদনা করছেন কবিতাপত্র জীবনানন্দ