• ডিসেম্বর ২২, ২০২৪

কবি ও অনুবাদক। জন্ম ১৯৫৭ সালের ২৬ ডিসেম্বর বাংলাদেশের রংপুরে। প্রাথমিক বিদ্যাপাঠ স্থানীয় স্কুল ও কলেজে। ১৯৮২ সালে যান আমেরিকা। সেখানে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য এবং শিক্ষাশাস্ত্রে উচ্চতর শিক্ষালাভ করেন। তিনি নোবেলে পুরস্কারপ্রাপ্ত [২০২০] আমেরিকান কবি লুইজ গ্লিকের কবিতা প্রথম [২০০৫] বাংলায় অনুবাদ করেন। নিউ ইর্য়ক সিটির কুইন্স বাউন্ড ২০২০ অডিও সংকলনে তাঁর কবিতা বাংলা ও ইংরেজি দুইভাষায় অর্ন্তভুক্ত হয়েছে। প্রকাশিত কবিতার বই চিতায় ঝুলন্ত জ্যোৎস্না [ ১৯৯৫], মনোলগ [২০০১, ২য় সংস্করণ ২০১৫], সাম্প্রতিক আমেরিকান কবিতা [২০০৯], আমি সেই আদিম পুরুষ [২০১২], আমি বন্দী খোলা জানালার কাছে [২০১৪], কেউ হয়তো আমাকে থামতে বলবে [২০১৬], নির্বাচিত কবিতা [২০১৭], অনেক রাত জেগে থাকার পর [২০২০]। সম্পাদিত পত্রিকা দিগন্ত [১৯৮৫-১৯৮৭], আকার ইকার [১৯৯৭-১৯৯৮] । ১৯৮৯ সাল থেকে তিনি নিউ ইয়র্ক সিটির শিক্ষা বিভাগে ইংরেজির শিক্ষক এবং মেন্টর (নতুন শিক্ষকদের প্রশিক্ষক) হিসাবে কাজ করছেন।