• ডিসেম্বর ২২, ২০২৪

কবি, গদ্যকার ও অনুবাদক। জন্ম ৮ মে ১৯৮০ সালে, শেরপুর। কবিতার বইয়ের সংখ্যা পাঁচপতনের শব্দগুলো, ইশক, নীলকণ্ঠের পালা, প্যাপিরাসে লেখা, ক্রুশকাঠে জেগে থাকা যিশু। প্রবন্ধের বইপ্রকৃতি, প্রান্তিকতা ও জাতিসত্তার সাহিত্য, আধুনিকতা ও আত্মপরিচয়, ধর্ম নিম্নবর্গ ও ঠাট্টা। অনুবাদের তালিকায় আছে প্রাচীন গ্রিক কবিতা, লাতিন কবিতা, মিশরীয় সাহিত্য ও কাশ্মীরের সাহিত্য। লিখেছেন রম্যগদ্য ও কিশোর গল্প। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তিনি। সম্পাদনা করেন ওয়েবজিন সহজিয়া