• ডিসেম্বর ২২, ২০২৪

ছড়াকার, কথাসাহিত্যিক ও সাংবাদিক। জন্ম ১৯৮১ সালের ৩১ ডিসেম্বর, ঢাকার মানিকগঞ্জে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর। সাহিত্যে নিজেকে জড়িয়েছেন শৈশবে। ছড়া দিয়ে লেখালেখির শুরু। এখনও নিয়মতি ছড়া লেখেন। ছোটদের জন্য নূর সিদ্দিকীর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৬টি। বড়দের জন্য লিখেছেন একটি গল্পগ্রন্থ মেয়েটির পায়ে নূপুর ছিলো [২০১৭]। তিনি টেলিভিশনের জন্য নাটকও লিখছেন নিয়মিত। এপর্যন্ত তার প্রায় ১৭টি নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে। বর্তমানে মাছরাঙা টেলিভিশনে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।