• ডিসেম্বর ২৩, ২০২৪

কবি ও প্রবিন্ধিকজন্ম ১৯৬৭ সালের ২ জানুয়ারি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার ধনিয়াখালি গ্রামে। লেখালিখির শুরু খুব ছোটবেলা থেকেই। পেশায় গৃহশিক্ষক। প্রকাশিত গ্রন্থতুমি অনন্ত জলধি [কবিতা], মধ্যরাতের সংলাপ [কবিতা], জানলা সিরিজ [কবিতা], চিরহরিৎ [ই-বুক], বিমূর্ততার অনন্ত প্রবাহে [কবিতা সংক্রান্ত গদ্য], দু এক পশলা মান্না [ছড়া], চার ছক্কায় শচিন [ছড়া]। সম্পাদনা করছেন ছায়াবৃত্তকাটুম কুটুম