• ডিসেম্বর ২১, ২০২৪

লেখক ও সাংবাদিক। জন্ম ১৯৮১ সালে, খুলনায়। স্নাতকোত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয় থেকে। বিভিন্ন দৈনিকে লেখালেখির পাশাপাশি নতুন দিগন্ত, সংস্কৃতি, সর্বজনকথা, অনীক, একতা, শিল্পধাম, বিবিধ, প্রান্তস্বরসহ নানা লিটলম্যাগে দীর্ঘদিন ধরে লিখছেন। ছাত্রাবস্থা থেকে যুক্ত হন চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে। কাজ করেছেন কয়েকটি তথ্যচিত্রে, যার মধ্যে রয়েছেগ্রাফিতি : হান্ড্রেড ইয়ারস অব রাশিয়াসৌমিত্র দস্তিদারের সীমান্ত আখ্যান। লিখেছেন কিশোর উপযোগী জীবনীগ্রন্থচার্লি চ্যাপলিন। আগ্রহের বিষয় মার্কসীয় তত্ত্ব, চলচ্চিত্র, ভূরাজনৈতিক কৌশল এবং ঘটনাবলী, ভারতীয় ইতিহাস এবং ক্রীড়া সাহিত্য।