কথাসাহিত্যিক ও সাংবাদিক। জন্ম ১৯৭৪ সালের ৪ জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারী থানার ধলই গ্রামে। প্রকাশিত গল্পগ্রন্থ খেলাবুড়া [২০১১], লাল পা [২০১৩], বিকেল অথবা বাঘের গল্প [অণুগল্প, ২০১৫] ও মারিয়া পালমা [২০২১]। উপন্যাস রক্তরেখা [২০১৭], অন্যজন [২০১৮] ও ধানশি [২০২০]। শিশুদের বই লা লা পা পা [২০০৯], মুড়ি বুড়ি [২০১৪], বক মানুষের দেশে [২০১৭] ও গুপ্তধন [কিশোর উপন্যাস, ২০২১]। পেশায় তিনি সাংবাদিক।