অভিনয়শিল্পী ও লেখক। জন্ম ২৯ নভেম্বর ১৯৮৪ সালে; সিলেটে। মণিপুরি থিয়েটার নাট্যদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিনয়ের পাশাপাশি নৃত্য ও সংস্কৃতি বিষয়ক গবেষণামূলক কাজের সাথে জড়িত। পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানে স্নাতকোত্তর। অভিনয় করেছেন কহে বীরাঙ্গনা, হ্যাপি ডেজ, দেবতার গ্রাস, শ্রীকৃষ্ণকীর্তন, বিদেহ, রুধিররঙ্গিনী, লেইমা, ইঙাল আধার পালা, ও মন পাহিয়া ইত্যাদি। মঞ্চনাটকের জন্য পেয়েছেন আরণ্যক প্রবর্তিত দীপু স্মৃতি পদক, থিয়েটার প্রবর্তিত জাকারিয়া স্মৃতিপদক, জাহাঙ্গীরনগর থিয়েটার প্রবর্তিত আলোকরায় স্মৃতি পদক, জীবন সংকেত সম্মাননা, প্রাচ্যনাট সম্মাননা। মঞ্চের পাশাপাশি টিভিনাটকেও অভিনয় করা হয়েছে। আজ দীপার সবকিছু ভালো লাগছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে সম্প্রতি আন্তর্জাতিক উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন।