• ডিসেম্বর ২২, ২০২৪

গল্পকার ও কবি। জন্ম ২৫ ডিসেম্বর ১৯৮০ সালে, চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায়। উল্লেখযোগ্য গ্রন্থ জীবগণিত [২০২০], মন ও শরীরের গন্ধ [২০১৪], দৃশ্যবিদ্ধ নরনারীগান [২০১৭], এসো মহাকালের মাদুরে শুয়ে পড়ি [ কবিতা, ২০১৫]। মন ও শরীরের গন্ধ গল্পগ্রন্থের জন্য ২০১২ সালে লাভ করেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার।