• ডিসেম্বর ২১, ২০২৪

বিশ শতকের অন্যতম প্রভাবশালী রুশ-মার্কিন লেখক ভ্লাদিমির নাবোকভ। জন্ম ১৮৯৯ সালের ২২ এপ্রিল [১০ এপ্রিল ১৮৯৯, ওল্ড স্টাইল] সেন্ট পিটার্সবার্গে রাশিয়ান এক ধনী এবং বিশিষ্ট পরিবারে। পিতা উদার আইনজীবী, রাষ্ট্রনায়ক এবং সাংবাদিক ভ্লাদিমির দিমিত্রিভিচ নাবোকভ এবং মা এক মিলিয়নের সোনারখনির মালিকের নাতনী ইয়েলিনা আভেনিভনা রুকায়াভিসনোকভা। পরিবারে তারা রাশিয়ান, ইংরেজি এবং ফরাসি ভাষায় কথা বলতেন। নাবোকভ ছোটবেলা থেকেই ত্রিভাষী ছিলেন। ১৯২২ সালে ভার্জিনিয়া ট্রিনিটি কলেজ থেকে দ্বিতীয় শ্রেণিতে বি.এ. পাশ করেন। নাবোকভ শুরুতে রুশ ভাষায় সাহিত্য রচনা করলেও পরবর্তীতে ইংরেজিতে অভিনব গদ্যশৈলীতে উপন্যাস রচনার জন্য আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। নাবোকভের ললিতা [১৯৫৫] বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস। এটি ইংরেজি সাহিত্যে তার সেরা সাহিত্য বলে বিবেচিত। তাঁর পেইল ফায়ার [১৯৬২] নামের উপন্যাসটিও বহুল পরিচিত। নাবোকভ যে শব্দ নিয়ে খেলতে ও খুঁটিনাটি বিস্তারিত বিবরণ দিতে ভালবাসতেন, দুটি উপন্যাসই সেই সাক্ষ্য দেয়। ১৯৪১ সালে নাবোকভ ওয়েলসেলি কলেজের সাহিত্যের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৪৫ সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় ললিতা লিখেছিলেন। ললিতার বিশাল আর্থিক সাফল্যের পর তিনি ইউরোপে ফিরে আসেন। নিজেকে লেখার জন্য উৎসর্গ করেন। ১ অক্টোবর ১৯৬১ সালে তিনি ও স্ত্রী ভিরা, সুইজারল্যান্ডের মন্ট্ররেক্সের ‘মন্টরেক্স প্যালেস’ চলে আসেন। তিনি জীবনের শেষ পর্যন্ত সেখানেই থাকতেন। ২ জুলাই ১৯৭৭ সালে ভ্লাদিমির নাবোকভ মারা যান।