• ডিসেম্বর ২৩, ২০২৪

কবি ও প্রাবন্ধিক। জন্ম ১০ অক্টোবর ১৯৯০ সালে, কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে। পড়াশোনা উদ্ভিদবিদ্যায়। তাঁর লেখালেখির শুরু ২০০৫ সাল থেকে। প্রকাশিত গ্রন্থবাজে হুমায়ূন, কালান্তরের অভিযাত্রী, কায়দা করে বেঁচে থাকো, আজ ও আগামীকাল, দীর্ঘস্থায়ী শোকসভা, দ্য ইকুয়েশন অব লাইফ, মুক্তিযুদ্ধের অজানা অধ্যায়, জীবনশিল্পী আবুল মনসুর আহমদ [আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ], লালব্রিজ গণহত্যা [১৯৭১: গণহত্যা ও নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট], আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ, কষ্টের ফেরিওয়ালা: হেলাল হাফিজ: যৌথভাবে সম্পাদিত। বর্তমানে কাজ করেন ইংরেজি দৈনিকে। সম্পাদনা করেন কালের ধ্বনি