কবি, প্রাবন্ধিক ও গবেষক। জন্ম ১৬ এপ্রিল ১৯৬৬, পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি গ্রামে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। প্রকাশিত কাব্যগ্রন্থ—মাহফুজামঙ্গল [১৯৮৯], গোষ্ঠের দিকে [১৯৯৬], বল উপখ্যান [২০০০], আপেল কাহিনী [২০০১], ধাত্রী ক্লিনিকের জন্ম [২০০৫], নির্বাচিত কবিতা [২০০৭], নির্বাচিত কবিতা [২০০৯], সিংহ ও গর্দভের কবিতা [২০১০], শ্রেষ্ঠ কবিতা [২০১১], দেওয়ান-ই-মজিদ [২০১১], গ্রামকুট [২০১৫], কবিতামালা [২০১৫]। প্রবন্ধ ও গবেষণা— নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র [১৯৯৭], কেন কবি কেন কবি নয় [২০০১], ভাষার আধিপত্য ও বিবিধ প্রবন্ধ [২০০৫], নজরুলের মানুষধর্ম [২০০৫], উত্তর-উপনিবেশ সাহিত্য ও অন্যান্য [২০০৯], রবীন্দ্রনাথের ভ্রমণ-সাহিত্য [২০১১], সাহিত্যচিন্তা ও বিকল্পভাবনা [২০১১], রবীন্দ্রনাথ ও ভারতবর্ষ [২০১৩], নির্বাচিত প্রবন্ধ [২০১৪], সন্তকবীর শতদোঁহা ও রবীন্দ্রনাথ [২০১৫], ক্ষণচিন্তা [২০১৬]। গল্প-উপন্যাস—মাকড়সা ও রজনীগন্ধা [১৯৮৬], মেমোরিয়াল ক্লাব। শিশু সাহিত্য—বৌটুবানী ফুলের দেশে [১৯৮৫], বাংলাদেশের মুখ [২০০৭] সম্পাদনা—বৃক্ষ ভালোবাসার কবিতা [২০০০], জামরুল হাসান বেগ স্মারকগ্রন্থ [২০০৩]; পর্ব (সাহিত্য-চিন্তার কাগজ) অনুবাদ—অজিত কৌড়ের গল্প [২০১৬], মরক্কোর ঔপন্যাসিক ইউসুফ আমিনি এলালামির নোমাড লাভ-এর বাংলা অনুবাদ যাযাবর প্রেম।