• ডিসেম্বর ২২, ২০২৪

কবি ও সাংবাদিক। জন্ম ১৭ জুলাই ১৯৫২ সালে, কিশোরগঞ্জ জেলার ভৈরব। ছোটবেলার কিছু সময় কেটেছে মেঘনা পারের জন্মশহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর। নানা পেশার জড়িত থাকলেও থিতু সাংবাদিকতায়। লেখলেখি মূলত কবিতা। ইদানীং গল্প লিখছেন। প্রথম কাব্যগ্রন্থ পাথরের ফুল [১৯৮৮], সর্বশেষে দাগ নয় চিহ্ন [২০১৯] । কাব্যগল্প [২০১২],  নির্বাচিত শত পদ্য [২০১৫], হৃদয়ে প্রেমের দিন [২০০৯, প্রেমের কবিতা সংকলন], শ্রেষ্ঠ কবিতাসহ [২০১৯] প্রকাশিত কাব্য একুশটি। প্রকাশের পথে কিশোরপদ্য তারায় তারায় রচিত, পৌরাণিক প্রেমের কাব্যগল্প মহাভারতের প্রেম