• ডিসেম্বর ২২, ২০২৪

শিশুসাহিত্যিক ও প্রাবন্ধিক। জন্ম ১৯৪৪ সালের ২৬ আগস্ট, বরিশালের বদরপুর গ্রামে। পড়াশোনায় স্নাতক। কর্মজীবনের শুরু শিক্ষকতা দিয়ে। কাজ করেছেন আয়কর বিভাগ, শিশু একাডেমি, পত্র-পত্রিকা, বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। তাঁর উল্লেখযোগ্য বইছড়া-কবিতা : ছানাবড়া, তোলপাড়, চড়ুইভাতি, তিতকুটে, নিরালা দুপুর, মায়াবী জাহাজ, ঝিলিকমিলিক, ছয় ঋতুর আলপনা, মজার ছড়া, ঘুঙুর, রঙিন ঘুড়ি, ভোরের পাখিরা ডাকে, গাবডালে আবডালে, ও রোদসী এবং বকের ঠোঁটে পুঁটি। কিশোর উপন্যাস  মেঠোপথ, মিছিল, চিতু ও পাতু, বেনু থাকে শহরে, ডাইনি। নাটক দুই কবি, বেতাল বুড়োর কবলে। সমগ্র সাহিত্যকর্ম নিয়ে প্রকাশিত হয়েছে শিশু-কিশোরসমগ্র, ছড়াসমগ্র, শিশুতোষ শত ছড়া, কিশোর কবিতাসমগ্র, আগুনঝরা দ্রোহের ছড়া প্রভৃতি। তিনি পেয়েছেন বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ঢাকা সংস্কৃতি সংসদ পুরস্কার, আনন শিশুসাহিত্য পুরস্কার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননা।