খ্যাতনামা চিত্রশিল্পী-কার্টুনিস্ট। ক্যানভাসের স্বাক্ষরে রনবী নামে খ্যাত। জন্ম ১৯৪৩ সালের ২৮ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালযের চারুকলা অনুষদের অধ্যাপক, বিভাগীয় প্রধান, ডিন প্রভৃতি দায়িত্ব পালন করেন। দেশ-বিদেশে তাঁর শিল্পকর্মের অসংখ্য প্রদর্শনী হয়েছে। ১৯৭৮ সালের ১৭ মে টোকাই শিরোনামে প্রথম স্ট্রিপ কার্টুনটি ছাপা হয় সাপ্তাহিক বিচিত্রায়। বাংলাদেশে ‘টোকাই’ই প্রথম কার্টুন চরিত্র। এটি বাস্তবে এমন ছিন্নমূল পথশিশুর প্রতিনিধিত্ব করে, যারা মানুষের ফেলে দেয়া আবর্জনা কুড়িয়ে নিয়ে যায় বা টুকিয়ে নিয়ে যায়। বাংলা ভাষায়ও শব্দটি তিনি সংযোজন করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি, জাতীয় জাদুঘর, বঙ্গভবন, গণভবন, সংসদভবন, প্রধানমন্ত্রীর সচিবালয়, মুক্তিযুদ্ধ জাদুঘর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণস্থানে তাঁর শিল্পকর্ম স্থান পেয়েছে। তিনি গ্রিস, ইতালি, সুইজারল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাস্ট্র, মেক্সিকো, যুগোস্লাভিয়া, চেকোশ্লাভিয়া, রাশিয়া, তুরস্ক, মিশর, ওমান, জর্দান, ভারত, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের চিত্রপ্রদর্শনীতে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেছেন। রফিকুন নবী শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৩ সালে একুশে পদক, চারুকলায় জাতীয় সম্মাননা শিল্পকলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, বুক-কভার ডিজাইনের জন্য ১৩ বার ন্যাশনাল একাডেমি পুরস্কার পান৷ ২০০৮ সালে তার আঁকা খরা শীর্ষক ছবির জন্য ৮০টি দেশের ৩০০ জন চিত্রশিল্পীর মধ্যে ‘এক্সিলেন্ট আর্টিস্টস অব দ্য ওয়ার্ল্ড’ হিসেবে মনোনীত হন৷ তিনি ২০১৫ সালে ‘শেলটেক পদক’ লাভ করেন।