• ডিসেম্বর ২৩, ২০২৪

চিত্রশিল্পী ও অধ্যাপক।  জন্ম ১৯৫৮ সালে চাঁদপুর জেলায়। ১৯৮২ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৯৩ সালে জার্মান সরকারের বৃত্তি নিয়ে চারুশিল্পে দুই বছরের উচ্চতর ডিএএডি কোর্স সম্পন্ন করেন। প্রথম প্রদর্শনী ১৯৮৮ সাল থেকে দেখা যায় প্রাতিষ্ঠানিক অনুশীলনের বাইরে তাঁর কাজের উপাদানে পরিবর্তন। শিল্পের বিভিন্ন মাধ্যমে কাজ করেন শিল্পী ঢালী আল মামুন। দেশে-বিদেশে অসংখ্য একক ও যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ডিএএস, ঢাকা আর্ট সামিট [২০২০];  মাঝি ইন্টারন্যাশনাল আর্ট রেসিডেন্সি প্রোগ্রাম, ভেনিস, ইতালি [২০১৯]; ঢাকার মোহাম্মদপুর কলা কেন্দ্রে, শিরোনাম: ড্রইং এন্ড থিঙ্কিং, থিঙ্কিং এন্ড ড্রইং-১ [২০১৮]; বেঙ্গল ফাউন্ডেশনে শিরোনাম: টাইম, কো-ইন্সিডেন্স অ্যান্ড হিস্টরি [২০১৬]; ঢাকার গুলশান বেঙ্গল গ‍্যালারিতে, শিরোনাম: অপনয়ন [২০১২]; ঢাকার জাতীয় জাদুঘরে, শিরোনাম: কাগজের ছায়া [শিল্পী ওয়াকিলুর রহমানের সঙ্গে যৌথ, ২০০৯]; অঁলিয়েস ফ্রসেজ, চট্টগ্রাম এবং ঢাকার জাতীয় জাদুঘরে, শিরোনাম: ওয়াটার ইজ ইনোসেন্ট [২০০৪]। পেয়েছেন বেশকিছু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা। বর্তমানে অধ্যাপনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।