• ডিসেম্বর ২২, ২০২৪

১৯৬৫ সালের ১৩ এপ্রিল বেনারসে জন্ম কবি হূবনাথ পান্ডের। বর্তমানে তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপনার সঙ্গে যুক্ত। কবিতা ছাড়াও বিভিন্ন সময়ে তিনি নিবন্ধ ও সাক্ষাৎকারভিত্তিক রচনাও লিখেছেন। এযাবৎ প্রকাশিত কবি হূবনাথ পান্ডের কাব্যগ্রন্থ কৌয়ে, লোয়ার পরেল, মিট্টিঅকাল। সাক্ষাৎকারভিত্তিক রচনা বাজা হমারি বেটি। নিবন্ধগ্রন্থ ললিত নিবন্ধ: বিধা কী বাত, ললিত নিবন্ধকার কুবেরনাথ রায়, সিনেমা সমাজ সাহিত্যকথা পটকথা সংবাদ এবং গবেষণাগ্রন্থ সমান্তর সিনেমা মে নারী