• ডিসেম্বর ২২, ২০২৪

কবি ও প্রাবন্ধিক। জন্ম ১৯৬৯ সালের ১১ জুন, বগুড়া জেলায়। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ধানের রচনা দিলে পত্রে, নিষিদ্ধ পুষ্টির কোলাহল, সোনার কার্তুজ, ব্যবহারিক বিস্ময়, দুর্ভিক্ষের রাতে, কায়া ও কৌতুকী, লুপ্ত সভ্যতার দিকেঅন্ধের ওস্তাদি। গদ্যগ্রন্থ ছন্দের নান্দনিক পাঠ, ছন্দকথারৌদ্রবঞ্চিত লোক।