• ডিসেম্বর ২২, ২০২৪

গল্পকার ও লেখক। জন্ম ইসরায়েলের রামাত গান শহরে ১৯৬৭ সালে। তাঁর মা ও বাবা দুজনেই পোল্যান্ডের মানুষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ইহুদি নিধনযজ্ঞ থেকে বেঁচে গিয়ে ইসরায়েলে অভিবাসী হয়েছেন। কেরেৎ একই সঙ্গে ইসরায়েলের ও পোল্যান্ডের নাগরিক। তিনি পড়াশোনা করেছেন তেল আবিব শহরে; এখন তেল আবিব ইউনিভার্সিটি ও বির শেভার বেনগুনিওন ইউনিভার্সিটি অব নেগেভে শিক্ষকতা করেন। কিন্তু তাঁর খ্যাতি গল্পলেখক ও গ্রাফিক বইয়ের লেখক হিসেবে। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দা বাস ড্রাইভার হু ওয়ান্টেড টু বি গডনিমরোদ ফ্লিপআউটদা গার্ল অন দা ফ্রিজসাডেনলি আ নক অন দা ডোর ও ফ্লাই অলরেডি। তিনি শিশুদের জন্য বই এবং স্মৃতিকথাও লিখেছেন। পুরস্কার পেয়েছেন বেশ কয়েকটি: প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর লিটারেচার, চার্লস ব্রোনফম্যান  প্রাইজ, সাপির প্রাইজ ফর লিটারেচার, ন্যাশনাল জুইশ বুক অ্যাওয়ার্ড ফর ফিকশন, ইত্যাদি।