• জানুয়ারি ০১, ২০২৫

কবি ও অনুবাদক। জন্ম ৩ নভেম্বর ১৯৫৭ সালে, চট্টগ্রামের সন্দ্বীপে। পড়াশুনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলাসাহিত্যে স্নাতকোত্তর। কর্মজীবনে তিনি প্রবেশ করেন স্কুল কলেজে শিক্ষকতা দিয়ে। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সুন্দর দক্ষিণে থাকে, সূর্যাস্তের উল্টোদিকে, সৈয়দ বংশের ফুল, দ্বিতীয় জন্মের দিকে, ভালোবাসা আগুনের নদী, তোমার কীর্তন, যে-পারে পার নেই সে-পারে ফিরবে নদী, হে অন্ধ জলের রাজা, নির্বাচিত কবিতা, প্রেমের কবিতা ইত্যাদি। ১৯৭৭ ও ১৯৭৮ সালে পরপর দুবার তিনি দেশের শ্রেষ্ঠ তরুণ কবি হিসেবে বাংলাদেশ সাহিত্য পরিষদ পুরস্কার লাভ করেন। পেয়েছেন জীবনানন্দ দাশ পুরস্কার ২০০৮, কবিকুঞ্জ পদক ২০১১ ও কবিতালাপ সম্মাননা ও পদক ২০১৩। বর্তমানে তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-এর একজন সদস্য হিসেব দায়িত্ব পালন করছেন।