• ডিসেম্বর ২৩, ২০২৪

কবি, প্রাবন্ধিক ও চিত্রকর। জন্ম ২১ নভেম্বর ১৯৬৯ সালে, যশোর জেলায়। শিশু ও কিশোরকাল কেটেছে যশোর ও ঝিনাইদহের গ্রামে। লেখালেখির শুরু ৬ষ্ঠ শ্রেণি। প্রথম কবিতা প্রকাশ ১৯৮৪ সালে যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গ পত্রিকায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে।  প্রকাশিত কবিতার বই পাখিগুলো মারো নিজ হৃদয়ের টানে [২০০৩], গোস্তের দোকানে [২০০৭], ওশে ভেজা পেঁচা [২০১০], পাতাবাহারের বৃষ্টিদিন [২০১২], খড়কুটো পাশে [২০১৪], আয়না বিষয়ে মুখবন্ধ [২০১৬], আম্মার হাঁসগুলি [২০১৭], বউ কয় দেখি দেখি [২০১৮], বকুলগাছের নিচে তুমি হাসছিলা [২০১৯], আম্মার আরও হাঁস [২০২০] এবং আমি ও জহির [২০২১]। সাক্ষাৎকার পুস্তিকা [কবি উৎপলকুমার বসুর সাক্ষাৎকার] : কথাবার্তা [২০০৬]। গদ্যগ্রন্থ  জলপাই গাছের রব [২০২১]। আগ্রহ ধর্ম, ভাষা, দর্শন ও চিত্রকলায়।