কথাকার। জন্ম ২১ অক্টোবর ১৯৭৫ সালে, জয়পুরহাট জেলার গোপীনাথপুর গ্রামে। পড়াশোনা অর্থনীতিতে স্নাতকোত্তর। প্রকাশিত গ্রন্থ ৩টি। সম্পাদিত জীবনীগ্রন্থ আমাদের গৌরব [২০১৭], শিশুতোষ গল্পগ্রন্থ যে সন্ধ্যায় আমরা জিন দেখলাম [২০২০] ও উপন্যাস বাঘারু [২০২১]। কাজ করেছেন ঢাকার বেসরকারি উন্নয়ন সংস্থা ডিনেটে। বর্তমানে গুণীজন ট্রাস্টে কর্মরত।